দুর্ঘটনার বর্ণনাঃ
ফিডারের আওতায় একটি গ্রামে সি১৯৯৮ সালের ঘটনা। পল্লী বিদ্যুৎ সমিতির কোন এক উপকেন্দ্রের ১নংঙ্গেল ফেজ সেকশনে নেকেড ফিউজ ছিল। জনৈক লাইনম্যান সেচের ট্রান্সফরমার স্থাপনের জন্য উক্ত সেকশনের নেকেড ফিউজ খুলে রেড ট্যাগ না ঝুলিয়ে কাজ শুরু করেন। ইতোমধ্যে ঐ গ্রাম থেকে অফিসে অভিযোগ আসে এবং অভিযোগ নিরসন গ্রুপ সেখানে গিয়ে সেকশনে নেকেড ফিউজ লাগিয়ে দেয়। সেকশনে ফিউজ লাগানোর সাথে সাথে সেচের ট্রান্সফরমার স্থাপন কাজে নিয়োজিত লাইনম্যান বিদ্যুৎপৃষ্ট হন এবং স্পটেই মারা যান।
দুর্ঘটনার কারণঃ
সাট-ডাউন না নিয়ে, রেড ট্যাগ না ঝুলিয়ে এবং লাইনে অস্থায়ী গ্রাউন্ড স্থাপন না করে কাজ করা। অন্য গ্রুপ কোন খোজখবর না নিয়ে পুনরায় নেকেড ফিউজ লাগানো।
সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ
সেকশনে যদি রেড ট্যাগ ঝুলানো, অস্থায়ী গ্রাউন্ডিং করা থাকতো এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করা হতো তবে এ দুর্ঘটনা ঘটত না। বিভিন্ন গ্রুপের মধ্যে অবশ্যই সমন্বয় থাকতে হবে।
