দুর্ঘটনার বর্ণনাঃ
পুড়ে যাওয়া জাপার মেরামতকরণের কাজ। পবিস এর জনৈক লাইনম্যান গ্রেড-১ উক্ত এলটি জাম্পার পুড়ার অভিযোগ নিরসন করতে যান। তিনি সাট-ডাউন না নিয়ে এলটি বেয়ার লাইনের জাম্পার মেরামত করার কাজ শুরু করেন। ফেজ তার নিরাপদ দূরত্বে রেখে নিউট্রাল হাতে ধরে জাম্পার মেরামত করার সময় অসাবধান বশতঃ তার শরীরের সঙ্গে উপরের চালু লাইনের স্পর্শ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার কারণঃ
লাইন সাট-ডাউন না নেয়া, অস্থায়ী গ্রাউন্ডিং না করা এবং অন্যান্য সর্তকতা অবলম্বন না করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
চালু লাইনে কখনও কাজ করা উচিত নয়। লাইন সাট-ডাউন নেয়াসহ গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করতে হবে এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করতে হবে।

Pingback: সাট-ডাউন রেজিষ্টার পূরন না করাতে দূর্ঘটনাটি ঘটলো