দুর্ঘটনার বর্ণনাঃ
এই কেস স্টাডিতে দেখা যায়- ২০০৯ সালে এরিয়া অফিসে কর্মরত থাকাকালীন একজন লাইনম্যানের শিক্ষানবীশ সময়ে দুর্ঘটনা ঘটে। গ্রাহক অভিযোগের প্রেক্ষিতে স্পটে গিয়ে জনৈক লাইনম্যান দেখতে পান, সার্ভিস ড্রপ তারের নিউট্রাল তার ছিঁড়া। পোলে উঠে উক্ত নিউট্রাল তার জোড়া দিতে গিয়ে তিনি বিদ্যুৎ পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান। গ্রাহকের ওয়্যারিং নিম্নমানের থাকায় ফেজ-নিউট্রাল শর্ট হতে পারে। এতে নিউট্রাল তার জোড়া দেয়ার সময় বিদ্যুতায়িত হতে পারে। ফলে তার বাম হাত ও বাম পা অবশ হয়ে যায়। ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। ভাল হতে ২০ দিনের মতো সময় লাগে। লাইন বন্ধ করে কাজ করলে এমন ধরনের দুর্ঘটনা ঘটত না। সার্ভিস ড্রপ তারের নিউট্রাল তার ছিঁড়ে গিয়ে ব্যাকফিডে বিদ্যুৎ চলে এসে এমন দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণঃ
তার জোড়া দেয়ার সময় ট্রান্সফরমার/লাইন সাট-ডাউন না নিয়ে এবং গ্রাউন্ডিং সেট দ্বারা সোর্স ও লোড সাইডে অস্থায়ী গ্রাউন্ডিং না করে কাজ করা।
সম্ভাব্য সমাধান ∕ করণীয়ঃ
কোন তার ছিঁড়া থাকলে তা জোড়া দেয়ার সময় অবশ্যই সাট-ডাউন নিয়ে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করতে হবে। মনে রাখতে হবে নিউট্রাল তার ছিঁড়া থাকলে তাতেও বিদ্যুৎ ব্যাকফিড হতে পারে।