জেনারেটরের বিদ্যুৎ ব্যাকফিড হয়ে দূর্ঘটনাটি ঘটলো। কেস স্টাডি নং ৩৫

https://bangla.lineman24.com/

দুর্ঘটনার বর্ণনাঃ

এইচটি লাইনের তার ছেড়ার অভিযোগ নিরসন। ফিডার সাট-ডাউন নিয়ে এক ফেজ এইচটি ছেড়া তার জোড়া দেয়ার সময় কর্মরত লাইনম্যান বিদ্যুতায়িত হন। সাব-ষ্টেশন হতে ফিডার সাট-ডাউন নিয়ে কর্তব্যরত লাইনম্যান এক ফেজ এইচটি লাইনের ছেঁড়া তার জয়েন্ট দেওয়ার কাজ শুরু করেন। কিছুক্ষণ পর উক্ত লাইনম্যান হঠাৎ বৈদ্যুতিক শক খেয়ে পোলে বডি বেল্টের সাথে ঝুলে যান। তাকে সাবধানে নীচে নামিয়ে হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায় কর্মস্থলের নিকটে বাজারে জেনারেটর চালু করা হলে মিটারের মেইন সুইচ/এসি সুইচ বন্ধ না করে বিদ্যুৎ ব্যবহার করায় ব্যাকফিড করে মিটার ও ট্রান্সফরমার হয়ে এইচটি লাইন বিদ্যুতায়িত হয়।

দুর্ঘটনার কারণঃ

জেনারেটরের বিদ্যুৎ ব্যাকফিড হয়ে লাইনে চলে যাওয়া এবং লাইন অস্থায়ী গ্রাউন্ডিং না করা।

সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ

কর্মস্থলের উভয় পার্শ্বে দৃষ্টি সীমার মধ্যে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে কাজ করলে এ অবস্থা হতো না। কাজ করার পূর্বে সঠিকভাবে সাট-ডাউন গ্রহণ এবং গ্রাউন্ডিং সেট দ্বারা সোর্স ও লোড সাইডে অস্থায়ী গ্রাউন্ডিং এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করে কাজ করার বিষয়টি প্রতিনিয়ত পৰিস সভায় আলোচনা করা।

1 thought on “জেনারেটরের বিদ্যুৎ ব্যাকফিড হয়ে দূর্ঘটনাটি ঘটলো। কেস স্টাডি নং ৩৫”

  1. Pingback: বকেয়ার লাইন আর/সি করতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে গেল !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *