ঘন ঘন বিদ্যুৎ যাওয়া একটি সাধারণ সমস্যা এবং এর কারণ অনেকগুলো হতে পারে। একটি সাধারণ কারণ হল ঐ বিদ্যুত লাইনে বা এর কাছে বিপুল পরিমাণে বিদ্যুৎ ব্যবহার হওয়া। বিদ্যুত লাইনে লোড বেড়ে গেলে সিস্টেমের ভোল্টেজ পতন হয় এবং তখন সেখানে লোডি শেডিং হয়ে থাকে।
এছাড়াও কোন লাইনে কমপক্ষে একটি সংকেত বা কোন সমস্যা থাকতে পারে ফলে, বিদ্যুৎ সিস্টেমে লোড ব্যাঘাত ঘটে যা ঘন ঘন বিদ্যুত যাওয়ার কারণ হতে পারে।
আরও কিছু সাধারণ কারণ হতে পারে যেমন কোন সংযোগ লাইনের সিস্টেমের উপকরণের সমস্যা, সিস্টেম ভৌতকাঠামো ক্ষতি, অপব্যবহার এবং একটি সিস্টেম এর সংযোগ স্থানে বা নির্ভরশীলতার সমস্যা ইত্যাদি।
