দুর্ঘটনার বর্ণনাঃ
পবিসের বিদ্যুৎ লাইনে জেনারেটর, টেলিফোন ও ডিসের লাইন টানা থাকায় লাইনম্যানদের কাজ কর্মে বিঘ্ন ঘটে। ক্লাইম্বিং করতে সমস্যা হয়। কোন পবিসের এ রকম পোলে লুজ সংযোগ নিরসন করার সময় লাইম্যান গ্রেড-১ বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্পটেই মৃত্যুবরণ করেন। এহেন অবস্থায় কাজের সময় ইতোপূর্বে অনেক দুর্ঘটনা ঘটার নজির রয়েছে। এ ছাড়া পবিস লাইনে অন্য কোন অবৈধ লাইন বা হুকিং করা হলে সেটি চিহ্নিত করা কষ্টসাধ্য হয়। এতে লাইনের সৌন্দর্য বিনষ্ট হয়।
দুর্ঘটনার কারণঃ
লাইনে কাজ করার ক্ষেত্রে সঠিক সাট-ডাউন না নিয়ে ও অন্যান্য সর্তকতা অবলম্বন না করা। টান্সফরমার হতে সাট-ডাউন না নিয়ে কাজ করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
পবিস লাইনে অন্য প্রতিষ্ঠানের লাইন/তার টানা নিরুৎসাহিত করা। সঠিকভাবে সাট-ডাউন নেয়াসহ অন্যান্য সর্তকতা অবলম্বন করা।
