ইনসুলেটর কত প্রকার ও কি কি ?

ইনসুলেটর কত প্রকার এবং কি কি তা বিস্তারিত আলোচনা:
ইনসুলেটর কি, ইনসুলেটর কত প্রকার, ইনসুলেটর কেন ব্যবহার করা হয়, স্ট্রেইন ইনসুলেটর কি, গাই ইনসুলেটর কি, শ্যাকল ইনসুলেটর কি, পোস্ট ইনসুলেটর কি বিস্তারিত জানব আজকে

ইনসুলেটর হলো এমন একটি ডিভাইস যা কিনা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি এবং এটি বৈদ্যুতিক ক্যাবলকে খুঁটির বা টাওয়ারের সাথে আটকিয়ে রাখে।

ট্রান্সমিশন লাইনের বিদ্যুতিক ক্যাবল গুলো সরাসরি বৈদ্যুতিক খুঁটি বা টাওয়ারের লাগানো হলে কারেন্ট খুঁটি বা টাওয়ারের মধ্য দিয়ে মাটিতে চলে আসবে এটি অনেক বিপদজনক হয়ে উঠতে পারে তাই খুঁটিতে ক্যাবল টানার জন্য উচ্চ মানের ইনসুলেটর ব্যবহার করা হয়।

একটা ইনসুলেটর কিছু নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা গুরুত্বপূর্ণ । কন্ডাক্টর এর লোড বহন করার ক্ষমতা বাতাসের চাপ সহন করার ক্ষমতা এবং হাই রেজিস্ট্যান্স অনেক শক্ত ও দীর্ঘস্থায়ী হতে হবে।

ইনসুলেটর মূলত বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি করা হয়।   চেয়ে বেশি ব্যবহৃত পদার্থ গুলো হচ্ছে:

  • চিনেমাটি ( Ceramics )
  •  গেলাস (Glass )
  •  পাইরেক্স ( Pyrex )

ইনসুলেটর কত প্রকার কোনটির নাম কি  এবং কোনটি কোথায় ব্যবহার করা হয় সে সকল বিষয় নিয়ে নিম্নে আলোচনা করা হলো:–

ইনসুলেটর মূলত ৬ প্রকার কথা:–
• পিন টাইপ ইনসুলেটর
• শ্যাকল টাইপ ইনসুলেটর
• সাসপেনশন টাইপ ইনসুলেটর
• পোস্ট টাইপ ইনসুলেটর
• স্ট্রেইন টাইপ ইনসুলেটর
• গাই ইনসুলেটর

পিন টাইপ ইনসুলেটর:–
যে সকল ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ টেলিগ্রাফ অন্যান্য ওভারহেড লাইনে বিভিন্ন কন্ডাক্টর বা ক্যাবল কে ধরে রাখতে এবং অন্যান্য ক্যাবল থেকে আলাদা রাখতে ব্যবহার করা হয় তাকে Pin Type Insulator বলে।

শ্যাকল টাইপ ইনসুলেটর:–
সাধারণত কম ভোল্টেজ ২৩০ / ৪০০ এর বিতরণ লাইনে ( Shackle Type Insulator ) ইনসুলেটর ব্যবহার করা হয়। এই ইনসুলেশন দুইটা পজিশনে স্থাপন করা যায় আনুভূমিক ও উলোম্বোভাবে।

সাসপেনশন টাইপ ইনসুলেটর:–
স্ট্রেইন টাইপ ইনসুলেটর ইনসুলেটর সাধারণত ১১ কেভি থেকে ২৩৩ কেভি বিদ্যুতিক লাইনে পোল বা টাওয়ারে ক্যাবল আটকিয়ে রাখার জন্য Suspension Type Insulator। ব্যবহার করা হয়।য়।

পোস্ট টাইপ ইনসুলেটর:–
পোস্ট ইনসুলেটর সাধারণত সাব-স্টেশন বা জেনারেশন স্টেশন যেখানে সুচিং ডিভাইস বা সিটি পিটি থাকে সেখানে ব্যবহার ককরা হয় Post Insulator খুব মজবুত হয়ে থাকে।

স্ট্রেইন টাইপ ইনসুলেটর:–
স্ট্রেইন ইনসুলেটর দেখতে অনেকটা সাসপেনশন টাইপ ইনসুলেটর মত দেখা যায়। তবে Strain Insulator মূলত স্প্রিং এর মতো কাজ করা যা বাতাসের কারণে ভাইব্রেশন হলে ক্যাবল জাম্পিং করে ট্রান্সমিশন লাইনে বাঁকানেওয়া ও স্পান বেশি স্থানের হলে স্ট্রেইন ইনসুলেটর ব্যবহার করা হয়।

গাই ইনসুলেটর:–
গাই ইনসুলেটর মূলত বৈদ্যুতিক খুঁটিতে যে টানা দেওয়া হয় সেই টানা ওয়্যার এর মাঝে ইনসুলেটর হিসাবে কাজ করে। গাই ইনসুলেটর (Gay Insulator ) একটি উচ্চ মানের ইনসুলেটর হেভি টান শহনের জন্য তৈরি করা হয়েছে। যা সর্বদায় বৈদ্যুতিক খুঁটিকে সোজা রাখার জন্য ব্যবহার করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *