দুর্ঘটনার বর্ণনাঃ
পবিসের জনৈক লাইনম্যান ট্রান্সফরমার ফিউজ কাটা অভিযোগ নিরসন করছিলেন। উক্ত পোলে ডুয়েল সোর্স ছিলো; যা তিনি খেয়াল করেননি। ডুয়েল সোর্স লাইনে কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্পটেই মৃত্যুবরণ করেন।তিনি একই পোলে অন্য ট্রান্সফরমারের আন্ডার বিল্ট লাইন দ্বারা বিদ্যুতায়িত হন।
দুর্ঘটনার কারণঃ
ডুয়েল আন্ডার বিল্ট লাইন পোলে ১১ কেভি ফিডার সাট-ডাউন না নেয়া, অস্থায়ী গ্রাউন্ডিং না করা ও অন্যান্য সর্তকতা অবলম্বন না করে কাজ করা।
সম্ভাব্য সমাধান ∕ করণীয়ঃ
ডুয়েল সোর্স পরিহার বাঞ্চনীয়। ডুয়েল সোর্স লাইনে অবশ্যই ডেঞ্জার প্লেট লাগাতে হবে। দুটো সোর্সেই সাট ডাউন নিতে হবে। দুটো সোর্সেই অস্থায়ী গ্রাউন্ডিং করাসহ অন্যান্য সর্তকতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে ডুয়েল সোর্সে কাজ করা খুবই বিপদজনক।
