HT চালু লাইনে কাজ করাতে দূর্ঘটনাটি ঘটলো । কেস স্টাডি নং ২৩

দুর্ঘটনার বর্ণনাঃ

ট্রান্সফরমার প্রিভেনটিভ মেইনটেনেন্স এর কাজ। লাইনম্যান ট্রান্সফরমার এর ফিউজ ব্যারেল খুলে ডাউন দিয়ে ট্রান্সফরমার রং করতে শুরু করেন। কিন্তু উপরে HT লাইনে সাট-ডাউন নেননি। কাজের এক পর্যায়ে লাইনম্যান অসাবধানতা বশতঃ হাত উপরে তুললে HT লাইনের সাথে লেগে হাত পুড়ে যায়।

দুর্ঘটনার কারণঃ

লাইন সাট-ডাউন না নেয়া, গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করা এবং অন্যান্য সর্তকতা অবলম্বন না করে কাজ করা।

সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ

সাট-ডাউন এবং অস্থায়ী গ্রাউন্ডিং না করা এবং অন্যান্য সতর্কতা অবলম্বন না করা পর্যন্ত লাইনে∕ ট্রান্সফরমারে হাত দেয়া যাবে না। প্রিভেনটিভ মেইনটেনেন্স করার জন্য ট্রান্সফরমার অবশ্যই পোল হতে অপসারণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *