পার্শ্ব সংযোগের কারনে দূর্ঘটনাটি ঘটলো । কেস স্টাডি নং ২৭

দুর্ঘটনার বর্ণনাঃ

৫ কেভিএ ট্রান্সফরমার থেকে একটি মাত্র সেচের সংযোগ ছিল ; যা বকেয়ার দরুন বিচ্ছিন্ন ছিল। উক্ত সেচের পুনঃ সংযোগ দিতে হবে। জনৈক লাইনম্যান সংযোগ দিতে গিয়ে ট্রান্সফরমার এর কাট-আউটের ব্যারেল বিচ্ছিন্ন করে ট্রান্সফরমার এর এক্স-১ বুশিং-এ সংযোগ দিতে গিয়ে সার্ভিস ড্রপ তার দ্বারা বিদ্যুৎ পৃষ্ট হন। কিন্তু কাঠের খুঁটি থাকায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। গ্রাহক সেচের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করতেন। ফলে ব্যাকফিড করে বিদ্যুৎ ট্রান্সফরমার বুশিং প্রান্তে চলে আসে এবং দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণঃ

গ্রাহক পার্শ্ব সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা এবং লাইনম্যান ভালভাবে তথ্য অবহিত না হয়ে কাজ করা।

সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ

সংযোগটি ভালভাবে পরিদর্শন করে বর্তমান অবস্থা নিশ্চিত হয়ে কাজ করা আবশ্যক। প্রয়োজনে সাট-ডাউন নিয়ে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে

2 thoughts on “পার্শ্ব সংযোগের কারনে দূর্ঘটনাটি ঘটলো । কেস স্টাডি নং ২৭”

  1. Pingback: চাকুরী বয়স মাত্র ৫ মাস, ঠিক সে সময়ে ঘটে গেল দুর্ঘটনাটি

  2. Pingback: নিউট্রাল তার জোড়া দিতে গিয়ে দূর্ঘটনাটি ঘটল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *