টিনের চাল স্পর্শ করায় বিদ্যুৎ পৃষ্ট হয়। কেস স্টাডি নং ০৩

electric fuse, fuse, high voltage

দুর্ঘটনার বর্ণনাঃ
ডুপ্লেক্স তার ঘরের টিনের চাল স্পর্শ করায় গ্রাহক প্রান্ত হতে তার অপসারণের লিখিত অভিযোগ আসে। অমিল অভিযোগটি আমলে নেয়নি। কোন এক সময় ডুপ্লেক্স তার ছিদ্র হয়ে অভিযোগকারীর ঘরের টিন বিদ্যুতায়িত হয় । উক্ত ঘরের একটি ছেলে টিনের চাল স্পর্শ করায় বিদ্যুৎ পৃষ্ট হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় পবিস কার্যক্রমের প্রতি অনাস্থা জন্মে। এছাড়াও টিনের ঘরের উপর দিয়ে প্রবাহিত বেয়ার তার/ডুপ্লেক্স তার ছিদ্র হয়ে টিন বিদ্যুতায়িত হয়ে ইতোপূর্বে দুর্ঘটনা ঘটার নজির আছে।
দুর্ঘটনার কারণঃ

বিদ্যুৎ লাইনের তার টিনের চাল স্পর্শ করার অভিযোগটি তাৎক্ষণিক নিরসন না করা।

সম্ভাব্য সমাধান ∕করণীয়
অভিযোগ পাওয়া মাত্র অথবা নিজ উদ্যোগে এই ধরণের (ঘরের চালের উপর দিয়ে) লাইনের ক্লিয়ারেন্স বৃদ্ধি করে লাইন নিরাপদ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *