দুর্ঘটনার বর্ণনাঃ
কোন এক পবিসে ১১ কেভি বিতরণ লাইনের এইচটি জাম্পার পোড়ার অভিযোগ আসে। একই পোলে ডেসা হতে আধিগ্রহণকৃত ২ ফেজ বিতরন ট্রান্সফরমারের একটি ফিউজ পুড়া ছিল। অন্য ফেজ দ্বারা ট্রান্সফরমারটি বিদ্যুতায়িত ছিল যা জনৈক লাইন ক্রু অবগত ছিলেন না (২ ফেজ ট্রান্সফরমার সাধারণ ট্রান্সফরমার হতে আলাদা বৈশিষ্টের)। জনৈক লাইনম্যান জাম্পার মেরামতের জন্য ট্রান্সফরমারটির এইচটি জাম্পারের কাছাকাছি যাওয়া মাত্রই তড়িতাহত হয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তার সমস্ত শরীর আগুন ধরে জলসে ক্ষত-বিক্ষত হয়। কয়েক দিন পর তিনি। মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার কারণঃ
সাট-ডাউন না নেয়া, গ্রাউন্ডিং সেট ব্যবহার করে অস্থায়ী গ্রাউন্ডিং না করা ও ২ ফেজ ট্রান্সফরমারের বৈশিষ্ট সম্পর্কে অজ্ঞতা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
সাট-ডাউন গ্রহণ নিশ্চিত হওয়া, অস্থায়ীভাবে গ্রাউন্ডিংকরণ ও ইকুইপমেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না।
