দুর্ঘটনার বর্ণনাঃ
শিল্প মিটারের বিনষ্ট সার্ভিস ড্রপ তার পরিবর্তনের কাজ। জনৈক লাইনম্যান তিন ফেজ শিল্প মিটারে বিনষ্ট সার্ভিস ডুপ তার সাট-ডাউন নিয়ে যথানিয়মে পরিবর্তন করেন। তিনি লাইন চালুর আগে মিটারের সোর্স সাইডের সার্ভিস ড্রপ তার ঠিক করেননি। সাটডাউন অপসারণ করে ক্লিয়ারেন্স দিয়ে লাইন চালুর পর মিটারের সোর্স সাইডের সার্ভিস ড্রপ তার তিনি টানাটানি নাড়াচাড়া করে ঠিক করতে যান। তাৎক্ষণিক মিটারের সোর্স পয়েন্টের ফেজ নিউট্রাল শর্ট হয়ে বিরাট ফ্লাশিং হয়ে তার সমস্ত শরীর জলসে যায়।
দুর্ঘটনার কারণঃ
সাটডাউন থাকাকালে সার্ভিস ড্রপ তার পরীক্ষা করাসহ ত্রুটিমুক্ত না করা। লাইন চালু অবস্থায় সার্ভিস ড্রপ তার টানাটানি করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
লাইন চালু থাকা অবস্থায় মিটারের সোর্স ও লোড সাইডের তার ধরে টানাটানি করা যাবে না। অনেক সময় চেকের ক্ষেত্রে অসাবধান বশতঃ সার্ভিস ড্রপ তার টানাটানি করতে দেখা যায় ; যা কোন ক্রমেই কাম্য নয়।
