রেড ট্যাগ না ঝুলিয়ে কাজ করাতে প্রাণ গেল ! কেস স্টাডি নং ১০

দুর্ঘটনার বর্ণনাঃ
কোন এক পবিস এর আওতায় ২ জন লাইনম্যান লাইনের সেকশন ফিউজ ব্যারেল ঝুলিয়ে বিদ্যুৎ বিহীন করে লাইন মেরামতের কাজ করছিলেন। তারা সেকশন ফিউজ ব্যারেল খুলে নীচে নামায়নি। অন্য একটি গ্রুপের ১ জন লাইনম্যান সাইটে যাওয়ার সময় দেখতে পান যে, সেকশন ফিউজ ব্যারেল ঝুলছে। তারা মনে করেন হয়তো কোনো কারণে ব্যারেল খুলে গেছে। তারা তাৎক্ষণিক ব্যারেল লাগিয়ে লাইন চালু করে দেন। ফলে অপর প্রান্তে লাইন কর্মরত লাইনম্যান বিদ্যুতায়িত হয়ে স্পটেই মুত্যবরণ করেন।

দুর্ঘটনার কারণঃ
সঠিকভাবে সাটডাউন না নিয়ে ও অস্থায়ী গ্রাউন্ডিং না করে এবং ব্যারেল খুলে উক্ত স্থানে রেড ট্যাগ না ঝুলিয়ে কাজ করা। অন্যদিকে দ্বিতীয় গ্রুপ কোন খোঁজখবর নিয়ে লাইন চালু করা।

সম্ভাব্য সমাধান∕ করণীয়ঃ
সঠিকভাবে সাট ডাউন নিয়ে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে রেড ট্যাগ ঝুলিয়ে কাজ করলে এবং দ্বিতীয় গ্রুপ খোঁজখবর নিয়ে লাইন চালু করলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না।

1 thought on “রেড ট্যাগ না ঝুলিয়ে কাজ করাতে প্রাণ গেল ! কেস স্টাডি নং ১০”

  1. Pingback: পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *