লাইন সাট ডাউন না নেয়ায়, তার মুখমন্ডল ও হাত ঝলসে গেল ! কেস স্টাডি নং ০৬

দুর্ঘটনার বর্ণনাঃ
জনৈক লাইনম্যান পিডিবি হতে টেকেনওভার লাইন ক্রটি হওয়ায় চেক করার সময় ২০০ কেভিএ ট্রান্সফরমারে ত্রুটি খুঁজে পান। তিনি ট্রান্সফরমার টেস্ট (ইনসুলেশন টেস্ট) না করে এবং সেফটি ক্যাপ ও গ্লোভস ছাড়াই ট্রান্সফরমারটি চালুর চেষ্টা করেন। চালুর সময় ট্রান্সফরমারটির অভ্যন্তরীণ ক্রটির কারণে বিরাট ফ্লাশিং হয়। এতে তার মুখমন্ডল ও হাত ঝলসে যায়।

দুর্ঘটনার কারণঃ
লাইন সাট ডাউন না নেয়া, ট্রান্সফরমারটি পরীক্ষা না করা এবং উপরে থাকা অবস্থায় ট্রান্সফরমারটি চালু করা।

সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
লাইন সাট ডাউন নিয়ে ট্রান্সফরমার ত্রুটি পরীক্ষা করার পর নীচে নেমে লাইন চালু বা বিদ্যুতায়িত করলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না। সেফটি ক্যাপ ও গ্লোভসসহ সঠিক ড্রেস ব্যবহার করলে শারীরিক ক্ষতি হত না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *