সাজেদুল ইসলাম ভাই তার হাত দুটি হারাল ! কিন্তু কেন?

সত্য ঘটনা অবলম্বনে লিখা

জামালপুর জেলার, নিলক্ষীয়া উপজেলায় ,সাজিমারা গ্রামে কাজ করতে গিয়ে শাটডাউন নেওয়ার সময় ভুল হয় ,
যে কারণে বৈদ্যুতিক তার স্পর্শ করা মাত্র সে বিদ্যুতায়িত হয়।
গ্রামের লোকজনের সহযোগিতায় সাজেদুল কে দ্রুত পোলের উপর থেকে নামিয়ে হসপিটালে পাঠানো হয় সে এখন
বর্তমানে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি আছে। হাত এবং পা বান হয়েছে এখন চিকিৎসা চলমান, আল্লাহর অশেষ
রহমতে এখন ঝুঁকিমুক্ত ।
দুর্ঘটনার কারণঃ
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে পুরাতন লাইন আপগ্রেডশন এবং রেনোভেশন কাজের জন্য উক্ত স্থানে
পূর্বের ৬ নং ফিডার কে বর্তমানে ৮ নং নাম্বার এবং ৯ নম্বর ফিডারে চালু করা হয়েছে।
দুর্ঘটনার কারণ চিহ্নিত করন ও বিশ্লেষণঃ
♦একি গ্রামের মধ্যে দুইটা নতুন ফিডার থাকার কারণে সাটডাউন নেওয়ার সময় এ ভুল হয়।
♦ফাজিং টেস্ট না করা ।
♦অস্থায়ী গ্রাউন্ডিং না করা
♦সরাসরি হাত দিয়ে কন্ডাকটর ধরা।
♦সিনিয়র লাইনম্যানের উদাসীনতা।
লাইনম্যান কোন সাধারণ পেশা নয়, এখানে সামান্য ভুল জীবনহানির কারণ হতে পারে। পেশাগত জ্ঞানের অভাবে
ভয়ানক পরিণতি হতে পারে। কোন দুর্ঘটনা ঘটার পর আমরা কারও উপর দোষ চাপিয়ে দুর্ঘটনাকে ধামাচাপা
দিয়ে থাকি কিন্তু যে দুর্ঘটনায় পতিত হয় তার কখনো অঙ্গহানি অথবা মৃত্যু হয়ে থাকে , এর কোন প্রতিকার
হয় না ।
♦আমরা দুর্ঘটনা জিরোতে নিয়ে আসতে পারবো না কিন্তু চাইলে কমাতে পারি। আমি লাইনম্যানদের কে বলছি
যদি আপনার হাতে কেউ বিষের বোতল দিয়ে বলে একটুখানি পান করুন আপনি কখনোই পান করবেন না , কারণ
আপনি জানেন বিষ পান করলে আপনি মারা যাবেন, কিন্তু কেউ আপনাকে বলল যে লাইনটি বন্ধ হয়েছে যেখানে
৬৩৫০ ভোল্ট আছে সেখানে আপনি হাত দিয়ে ধরলেন। এর ফলাফল কি হতে পারে আপনি জানেন না?? এর
দায়িত্ব আপনাকে নিতে হবে এ দুর্ঘটনার জন্য আপনি নিজেই দায়ী অন্যকে দোষারোপ করে কোন লাভ নেই
আপনার পেশাগত জ্ঞানের অভাব আছে আপনার সিনিয়র যে আছে তার পেশাগত জ্ঞানের অভাব আছে।
♦সর্বোপরি আমরা নিরাপত্তা বিধি মেনে কাজ করি।♦
মোঃ হামিদুর রহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *