দুর্ঘটনার বর্ণনাঃ
গ্রাহক অভিযোগের প্রেক্ষিতে জনৈক লাইনম্যান গ্রেড-২ ঝড়ের সময় পিডিবি হতে অধিগ্রহণকৃত লাইনের পোল টু পোল সার্ভিস ড্রপ তার কেটে লাইন নিরাপদ করছিলেন। লাইনম্যান কর্তৃক আরোহণকৃত পোলটি ছিল ডেড পোল । পিডিবি এর আরসিসি ডেড পোল এ গাইতার বা কোন সাপোটিং না থাকায় পোল টি লাইনম্যানসহ তাৎক্ষণিক মাটিতে পড়ে যায়। এতে লাইনম্যানের পা পোল এর নীচে পড়ে মারাত্মকভাবে আহত হন এবং তার একটি পা ভেঙ্গে যায়।
দুর্ঘটনার কারণঃ
ঝুঁকিপূর্ণ পোল রক্ষাণাবেক্ষণ করে যথাসময়ে ঝুঁকিমুক্ত না করা এবং ঝুঁকিপূর্ণ পোলে অসাবধানতার সাথে কাজ করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
পোলে গাইতার আছে কি-না এবং পোল টি মাটিতে নিয়মানুযায়ী পোতা আছে কি-না ইত্যাদি পরীক্ষা করে আরোহণ করলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না। প্রয়োজনে লাইনের পোলের সাথে অন্য একটি সাপোর্ট পোল অস্থায়ীভাবে স্থাপন করে কাজ করা যেতে পারে। তবে এ ধরণের পোলে কাজ করার পূর্বে স্থায়ী ব্যবস্থা সম্পন্ন করতে হবে। ঝুঁকিপূর্ণ লাইন/পোল যথাসময়ে রক্ষণাবেক্ষণ করে ঝুঁকিমুক্ত করতে হবে।
