দুর্ঘটনার বর্ণনাঃ
রাতের বেলা কোন এলাকায় বিদ্যুৎ না থাকার অভিযোগ আসে। স্পটে গিয়ে দেখা যায় তিন ফেজ লাইনের সেকশন ফিউজ কেটে একই সঙ্গে জাম্পার তার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাতের বেলা অভিযোগটি সম্পন্ন করার সময় লাইনম্যান তড়িঘড়ি ও দায় সারাভাবে হটস্টিক দ্বারা জাম্পারিং করে কোনভাবে লাইন চালু করেন। তারা ফিউজ ব্যারেল খুলে নেন। পরের দিন সকালে একই অভিযোগ নিরসন করার জন্য অন্য একটি গ্রুপ কাজ করতে যান। তারা (২য় গ্রুপ) দেখতে পান ফিউজ ব্যারেল লাগানো নেই। ফলে লাইনে বিদ্যুৎ নেই ভেবে কাজ করার সময় লাইন ক্র বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার কারণঃ
ও একই পোলে ফিউজ কাট-আউট ও জাম্পারিং থাকা। সাট-ডাউন না নেয়াসহ অন্যান্য সর্তকতা অবলম্বন ∕অনুসরণ না করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
সাট-ডাউন গ্রহণ নিশ্চিত করাসহ অন্যান্য সর্তকতা অবলম্বন ও ফিটিংস দেখে শুনে কাজ করলে বর্ণিত দুর্ঘটনা ঘটত ।
