দুর্ঘটনার বর্ণনাঃ
পবিসের জনৈক লাইনম্যান সি-৯ ফিটিংসের পোলে লুজ সংযোগ অভিযোগ নিরসনের কাজ করছিলেন। অধিকাংশ ফিটিংসের নিউট্রাল তার ক্রসআর্মের নীচ দিয়ে টানা হয়। উক্ত ফিটিংসে আন্ডার বিল্ট লাইন রানিং ছিল। লাইনম্যান আন্ডার বিল্ট লাইনকে নিউট্রাল হিসেবে মনে করে তা ধরা মাত্রই বিদ্যুৎ পৃষ্ট হন।
দুর্ঘটনার কারণঃ
ফিডার সাট-ডাউন গ্রহণ না করা, অস্থায়ী গ্রাউন্ড স্থাপন না করা ও অন্যান্য সর্তকতা অবলম্বন না করে কাজ করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
সাট-ডাউন নিশ্চিত হয়ে অস্থায়ী গ্রাউন্ডিং স্থাপন করাসহ অন্যান্য সতর্কতা অবলম্বন করলে ও ফিটিংস সম্পর্কে ধারণা থাকলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না। মনে রাখতে হবে সি-৯ ফিটিংসের নিউট্রাল তার ক্রসআর্ম এর উপর থাকে।
