দুর্ঘটনার বর্ণনাঃ
বৃষ্টির সময় মিটারে আগুন লাগার অভিযোগ আসে। জনৈক লাইনম্যান বৃষ্টির সময় মটর সাইকেল নিয়ে অভিযোগ নিরসন করতে বের হন। বৃষ্টির সময় পাকা রাস্তার পার্শ্বে পিচ্ছিল ও পানি থাকে। বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইট দিতে গিয়ে মটর সাইকেল পিচ্ছিল কাঁদা মাটিতে স্লিপ করে ট্রাকের দিকে পড়ে যান। ফলে তিনি মটর সাইকেলসহ ট্রাকে চাপা পড়েন।
দুর্ঘটনার কারণঃ
পিচ্ছিল রাস্তায় সর্তকতার সাথে মটর সাইকেল না চালানো।
সম্ভাব্য সমাধান ∕ করণীয়ঃ
পিচঢালা পিচ্ছিল রাস্তায় বৃষ্টির সময় সাবধানে মটর সাইকেল চালাতে হবে। বিশেষ করে রাস্তার কিনারা বরাবর গাড়ী চালানো যাবে না। প্রয়োজনে গাড়ীকে সাইড দিতে থেমে যেতে হবে।

Pingback: লাইন ভালোভাবে চিনলে হয়ত দূর্ঘটনাটি ঘটত না