দুর্ঘটনার বর্ণনাঃ
জনৈক লাইনম্যান ত্রুটিযুক্ত সেকশন কাট-আউট পরিবর্তন করার জন্য সাব-ষ্টেশন হতে ১১ কেভি ফিডার সাটডাউন এর জন্য ফোন করেন। নেটওয়ার্ক সমস্যা থাকায় সাট-ডাউন ক্লিয়ারেন্স স্পষ্ট বুঝা যায়নি। কথা কেটে কেটে আসে। এমন অবস্থায় সাট-ডাউন এর স্পষ্ট ক্লিয়ারেন্স না নিয়ে (সাটডাউন হয়েছে ভেবে) তিনি খুঁটিতে কাজ করার জন্য উঠেন। আর সাথে সাথে বৈদ্যুতিক দুর্ঘটনায় কবলিত হন। তার হাত ও মুখ জলসে যায়।
দুর্ঘটনার কারণঃ
লাইন সাট-ডাউন এর বিষয়টি স্পষ্ট/ নিশ্চিত না হয়ে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করে এবং অন্যান্য সর্তকতা অবলম্বন না করে কাজ করা।
সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ
সাট-ডাউন এর ক্লিয়ারেন্স স্পষ্টভাবে না বুঝা পর্যন্ত এবং অস্থায়ী গ্রাউন্ডিং না করা পর্যন্ত লাইনে হাত দেয়া যাবে না। সাট-ডাউন অবশ্যই লিখিত হতে হবে। রেকর্ড থাকার নিমিত্তে এসএমএস এর মাধ্যমে সাট-ডাউন গ্রহণ ও প্রদান নিশ্চিত করা যেতে পারে।
