আবেশিত বিদ্যুৎ থেকে সাবধান । কেস স্টাডি নং ২৪

Wonderspaces

দুর্ঘটনার বর্ণনাঃ

জনৈক লাইনম্যান লাইন মেরামত কাজ করার জন্য সাট-ডাউন নিয়ে খুঁটির উপরে উঠেন। কাজ করার জন্য প্লায়ার্সটি তারে ধরামাত্র স্পার্কিং করে। খোঁজ নিয়ে জানা যায় লাইন সাট-ডাউন হয়েছে ঠিকই কিন্তু অন্য লাইনের সাথে ক্রসিং থাকায় সেই লাইনের আবেশিত বিদ্যুৎ মেরামতরত লাইনে চলে এসেছে। এতে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত।

দুর্ঘটনার কারণঃ

লাইন সাট-ডাউন পূর্বক গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করা এবং অন্যান্য সর্তকতা অবলম্বন না করা।

সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ

ক্রসিং লাইনের ক্ষেত্রে প্রয়োজনে সবগুলো লাইনই সাট-ডাউন নিতে হবে এবং যে লাইনে কাজ সেটি সাট-ডাউন নিশ্চিতপূর্বক গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করা এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *