সোর্স ও লোড সাইডের Blade ওপেন না করাতে দূর্ঘটনাটি ঘটলো! কেস স্টাডি নং ২৫

দুর্ঘটনার বর্ণনাঃ

ঝড়ে ক্ষতিগ্রস্থ লাইন মেরামতের কাজ। উপকেন্দ্র হতে লাইন সাট-ডাউন চাওয়া হয়। সাব-ষ্টেশনের দায়িত্বরত লাইনম্যান শুধুমাত্র ACR এর সুইচ বন্ধ করে সাট-ডাউন দেন। কিন্তু ডিসকানেক্ট সুইচের সোর্স ও লোড সাইডের Blade ওপেন করেননি। ACR ঠিকমত কাজ না করায় এক ফেজে বিদ্যুৎ বন্ধ হয়নি। জনৈক লাইনম্যান লাইন মেরামত কাজ শুরু করার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হন। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার কারণঃ

সাব-স্টেশন হতে লাইন সাট-ডাউন না হওয়া, গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করা এবং অন্যান্য সর্তকতা অবলম্বন না করা।

সম্ভাব্য সমাধান∕ করণীয়ঃ

সঠিক সাট-ডাউন নিয়ে এসিআর বন্ধ করে ডিসকানেক্ট সুইচের সোর্স ও লোড সাইডের ব্লেড অবশ্যই ওপেন করতে হবে। অতঃপর কর্মরত লাইনম্যানকে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *