দুর্ঘটনার বর্ণনাঃ
২০০৩ সালের একটি ঘটনা। পবিস এর অভিযোগ কেন্দ্রের আওতায় এক ফেজ এইচটি লাইনের নিউট্রাল তার ছেড়ার অভিযোগ আসে। রক্ষণাবেক্ষণ কাজটি করার জন্য জনৈক লাইনম্যান দায়িত্বপ্রাপ্ত হন। লাইনম্যান উক্ত কাজ করতে গিয়ে এইচটি লাইন বন্ধ না করে বা লাইন সাট-ডাউন না নিয়ে নিউট্রাল তার টানতে শুরু করেন। একজন লাইনম্যান খুঁটির উপরে উঠে নিউট্রাল তার হাতে ধরে গ্রাউন্ডম্যানকে তার টানতে বলেন। তার টানার শেষ পর্যায়ে পোলের উপরে লাইনম্যান তার আটকিয়ে দিবেন, ঠিক এ সময় গ্রাউন্ডম্যান এমনভাবে তার টান দিলেন যার ফলে তারটি দোল খেয়ে এইচটি তারে লেগে গেল। হঠাৎ করে মুহুর্তের মধ্যে লাইনম্যানের চোখ দিয়ে যেন আগুন (বিকট ফ্লাশিং) বের হয়ে গেল এবং বাম হাতের তালু পুড়ে গেল। লাইনম্যান জ্ঞান হারিয়ে ফেলেন। লাইনম্যানকে হাসপাতালে নিয়ে গেলে জ্ঞান ফিরে।
দুর্ঘটনার কারণঃ
লাইন সাট-ডাউন না নেয়া, গ্রাউন্ডিং সেট দ্বারা সোর্স ও লোড সাইডে অস্থায়ী গ্রাউন্ডিং না করে এবং অন্যান্য সর্তকতা অবলম্বন না করে কাজ করার জন্য।
সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ
বিদ্যুৎ লাইনে কখনও ঝুঁকি নিয়ে, অতি সাহসিকতা নিয়ে, দুঘর্টনা ঘটবে না এমন মনোভাব নিয়ে কাজ করা যাবে না। অবশ্যই সাটডাউন/লাইন বন্ধ করে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে এবং অন্যান্য সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে।
