দুর্ঘটনার বর্ণনাঃ
তিন ফেজ লাইনে নেকেড ফিউজ স্থাপনের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কবলিত ব্যক্তি উপকেন্দ্রে ডিউটিরত লাইনম্যান এর নিকট সাট-ডাউন চান। উপকেন্দ্রে ডিউটিরত লাইনম্যান তাকে বলেন যে আমি সাট-ডাউন জানালে কাজ করবেন। ভুল বশতঃ তিনি শুনতে পান যে তিনি সাট-ডাউন দিয়েছেন এবং তিনি নেকেড ফিউজ স্থাপনের জন্য খুঁটিতে ওঠেন এবং প্রথমে কাট-আউটের নীচের প্রান্তে ফিউজ সংযোগ দিয়ে যখন সোর্স অর্থাৎ উপরের প্রান্তে স্থাপন করতে যান তখন তিনি তড়িতাহত হন।
দুর্ঘটনার কারণঃ
ভুল সাট-ডাউনে চালু লাইনে নেকেড ফিউজ লাগানো। গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
সাট-ডাউন নিশ্চিত য়ে কাজ করতে হবে। সাট-ডাউন হয়েছে কি-না তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন ফাজিং টেষ্ট কিংবা গ্রাহক প্রান্তে লাইন আছে কি-না দেখে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে লাইনে কাজ করতে হবে। উপকেন্দ্রে ডিউটিরত লাইনম্যানকে অবশ্যই সুস্পষ্টভাবে কথা বলে সাইডে কর্তব্যরত লাইনম্যানকে বুঝাতে হবে। নেকেড ফিউজ ব্যবহার পরিহার করতে হবে।
