ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

ট্রান্সফরমার কত প্রকার ও কি কি? এ প্র্রশ্নের আগে আমাদের জানতে হবে ট্রান্সফরমার কি?
ট্রান্সফরমার হলো একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ এর নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ এবং উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ এ পরিবর্তন করতে পারে। এই ট্রান্সফরমার তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই যন্ত্রে একটি কয়েলে তড়িৎপ্রবাহ পরিবর্তন এনে অন্য কয়েলে আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা তড়িৎ উৎপাদন করতে হয়।

ট্রান্সফরমার মূলত দুই প্রকার। যেমন–

আরোহি অথবা স্টেপ আপ ট্রান্সফরমার
অবরোরি অথবা স্টেপ ডাউন ট্রান্সফরমার

১. আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার : যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে তাকে মূলত  আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়।
২. অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার : যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকেই অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়।

ট্রান্সফরমার এর গঠন (Structure of a Transformer)
ট্রান্সফরমারে মেইনলি দুইটি অংশ থাকে।
১। ট্রান্সফরমার কোর (Core)
২। ট্রান্সফরমার কয়েল (Coil)

ট্রান্সফরমার কোর (Core) : সিলিকন স্টিলের পাতলা শিট বা পাত কেটে কোর তৈরি করা হয়। প্রত্যেকটি কোর ভালভাবে বার্নিশ করা হয় যাতে তারা পরস্পর থেকে ইলেকট্রিক্যালি আইসোলেট (বিচ্ছিন্ন) থাকে। অনেকগুলো কোর একসাথে স্থাপন করে একটি ফ্রেম তৈরি করা হয়। এই ফ্রেমটি তখন প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের মধ্যে ম্যাগনেটিক সার্কিট হিসেবে কাজ করে।

ট্রান্সফরমার কয়েল (Coil) : সুপার এনামেল তার দ্বারা কয়েল তৈরি করে কোরের উপর বসিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং করা হয়।প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মাঝখানে ইলেকট্রিক্যাল কোন সংযোগ নেই। তবে কোরের মাধ্যমে মেকানিক্যালি সংযোগ করা থাকে।
বড় বড় ট্রান্সফরমারগুলাতে কোর ,কয়েল ছাড়াও বিভিন্ন অংশ থাকে। যেমনঃ

  • ট্রান্সফরমার ট্যাংক
  • কনজারভেটর
  • বুশিং
  • ব্রিদার
  • টেপ চেঞ্জিং গিয়ার
  • বিস্ফোরণ বা এক্সপ্লোশন ব্যান্ড

ট্রান্সফরমারের কাজ 

ট্রান্সফরমার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কে রূপান্তর করে। যাতে ক্ষমতার পরিমাণ সমান বা ধ্রুব থাকে।
দূর-দূরান্তের তড়িৎ প্রেরণের জন্য আরোহী বা উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
নিম্নধাপী বা অবরোহী ট্রান্সফরমার ব্যবহৃত হয় নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতি যেমন– রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভি.সি.আর, ভি.সি.পি, ওয়াকম্যান, ঘড়ি ইত্যাদিতে।
বাসা বাড়িতে সংযোগ নেওয়ার আগে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *