সেচ মৌসুমে কৃষক ভাইদের করণীয়

কৃষক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। আর সেই ফসল খেয়ে সারা বাংলার মানুষ বাচে । তাদের প্রতি শ্রদ্ধা আমাদের সব সময় । এখন সেচ মৌসুম । সেচ মৌসুমে কৃষক ভাইদের কিছু করণীয় রয়েছে-সেগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব । চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক ।

 

👍সেচ পাম্পগুলো পিক আওয়ারে পরিচালনা না করা। সন্ধ্যার পর থেকে রাত ১১ টা পর্যন্ত সাধারনত পিক আওয়ার ধরা হয় । এই সময়ে সেচ না চালানো ।

👍অফ-পিক আওয়ারে রাত ১১:০০ টা থেকে পরদিন সকাল (মাঠের বাস্তব প্রয়োজনীয়তা বিবেচনায়) ৮:০০টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখা।

👍এলাকা ভিত্তিক সেচ মনিটরিং কমিটি কর্তৃক প্রদত্ত আবর্তন (রোটেশন) পদ্ধতি মেনে চলা ।

👍বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এর নির্দেশনা অনুযায়ী সেচ যন্ত্রের পাওয়ার ফ্যাক্টর ০.৯৫ থেকে ১.০ নিশ্চিতকরণের জন্য যথাযথ মানের ক্যাপাসিটর ও অটো পিএফআই স্থাপন ।

সেচ সংযোগ

👍এক সঙ্গে সকল সেচ যন্ত্র চালু না করে প্রয়োজনে দুই শিফটে চালু করা ।

কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী জমিতে আদর্শমানের চাষ পদ্ধতি (ওয়েট এন্ড ড্রাই মেথড) মেনে চলা। প্রয়োজনের অতিরিক্ত সেচ জমিতে না দেয়া।

 

সেচ মৌসুমে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ/তথ্যের জন্য যোগাযোগের টেলিফোন নম্বরঃ

 

  • বিদ্যুৎ বিভাগ = ০২-৪৭১২০৩০৯, ০১৭৩৯-০০০২৯৩
  • আরইবি  = ০২-৮৯০০৫৭৫, ০১৭৯২-৬২৩৪৬৭
  • বিউবো = ০১৭০৮-১৪৯৫০২
  • ওজোপাডিকো=১৬১১৭
  • নেসকো=১৬৬০৩
  • ডিপিডিসি= ১৬১ ১৬
  • ডেসকো=১৬১২০
  • আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন-

 

অবশেষে সকল কৃষক ভাইদের সুখী এবং সুন্দর দিনের প্রত্যাশা করে আজকের মত এখানেই শেষ করছি ।   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *