মিটার এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিতে কি করা লাগবে?

আপনি যখন একা বা আপনার পরিবারের সাথে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছেন, তখন সবকিছু বিপর্যস্ত বলে মনে হতে পারে। গৃহস্থালির জিনিসগুলোকে শৃঙ্খলাবদ্ধ রাখা এবং সম্পূর্ণভাবে একটি নতুন জীবন পুনরায় শুরু করা। সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি জিনিস আপনাকে যত্ন নিতে হবে তা হল আপনার নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া।

কেননা আমাদের জিবনে প্রতিটি কাজের সাথে জড়িয়ে আছে বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া উন্নত কোনো কিছু আষা করা যায় না। আমাদের জিবনের সকল কাজের পেছনে বিদ্যুৎতের সংযোগ জড়িয়ে আছে। বিদ্যুৎ ছাড়া উন্নত জিবন কিংবা উন্নত দেশ কোনোটাই আশা করা যায় না। এক কথায় বিদ্যুৎ ছাড়া আমাদের জিবন অন্ধকার।
তাই মিটার এক বাড়ি থেকে অন্য বাড়িতে নেয়ার জন্য আপনাকে নিম্নলিখিত কথাগুলো  বিবেচনা করা উচিত বা করতে হবে :

প্রথম ধাপঃ

একজন লাইসেন্স ধারী ইলেকট্রিশিয়ান দ্বারা যে ঘরে  নতুন করে মিটার লাগাবেন সেই ঘরে ওয়্যারিং করাতে হবে । এর পরে ওয়্যারিং রিপোট সহ একটি পরিশোধিত বিলের কাগজ নিয়ে অফিসে আসতে হবে ।

২য় ধাপঃ
অফিসে ওয়ান পয়েন্ট নামক একটি জায়গা আছে, সেখানে গিয়ে দেখবেন একজন আপনার জন্যই অপেক্ষা করছে ।

তাকে আপনি যা করতে চাচ্ছেন  তা বলবেন । উনি আপনাকে একটি ফর্ম ‍দিবে, এই ফর্মটির নাম স্থানান্তর ফর্ম । এটি নিতে  আপনার ৩৪৫ টাকা খরচ হবে । ফর্ম টা পূরন করে বিলের কাগজ, ওয়্যারিং রিপোট আর ওই ফর্মটা  ওয়্যারিং ইনেস্পেকটরের কাছে জমা দিতে হবে ।

ইনেস্পেকটর আপনার বাসায় গিয়ে সব কিছু ঠিক-ঠাক আছে কিনা দেখে আসবেন । যদি সব ওকে থাকে – তবে উনি রিপোট প্রদান করার সাথে সাথেই  পরের ধাপে যেতে পারবেন ।

৩য় ধাপঃ

এবার অফিসে এসে আবেদনটি নিয়ে বিলিং সেকটরে যাবেন । ওখান থেকে একজন আপা আপনাকে সব কিছু লিখে দিবেন । এখানে আবার আপনাকে ৪৬০টাকা (ডিসি আরসি ফি) লিখে দিবেন । এর পর ওই টাকাটা ক্যাশে জমা করতে হবে । আপনার কাজ শেষ । ক্যাশ থেকে আপনাকে টাকা জমার একটি ভাউচার দিবে সেটা নিয়ে বাসায় চলে যাবেন ।

তবে যদি নতুন করে আপনার বেশি তার লাগে তবে তারের টাকা অতিরিক্ত দিতে হবে ।

৪র্থ ধাপঃ

এবার আপনার  কাজটি করার জন্য একটি সি এম ও (কনজুমার মিটার ওর্ডার ) তৈরী হবে । এবং এক জন ‍বিদ্যুৎ কর্মী আপনার বাসায় গিয়ে আপনার কাজটি করে দিয়ে আসবেন।

এমন আরো উপকারী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *