অবশেষে হেরে গেলো মৃত্যুর কাছে সাজেদুল !

গত ২৪-০৮-২০২১ ইং জামালপুর পবিসের বকশিগঞ্জ জোনাল অফিসে কর্মরত লাইন শ্রমিক(চুক্তিভিত্তিক)
জনাব মোঃ সাজেদুল ইসলাম HT লাইনে কাজ করার সময় ভুল শাটডাউনজনিত কারনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত আনুমানিক ১২ টার সময় মারা গেছেন!
এর আগে তাঁর দু’টি হাতই কেটে ফেলতে হয়েছে!
‘সাজেদুল’ জামালপুর জেলার ইসলামপুর থানার মরাকান্দি গ্রামের সহিজলের পুত্র।
সে অবিবাহিত ছিল, তাঁর ছোট আরো ১টি ভাই ও ২টি বোন রয়েছে। তাঁর বাবা বৃদ্ধ এবং দিন মজুরির কাজ করেন।
সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। আমিন
বিঃদ্রঃ সঠিক প্রশিক্ষণ, তদারকি এবং পরামর্শের অভাবেই হয়তো হরহামেশাই এমন দূর্ঘটনা ঘটছে! তাই সকল পবিসের কর্তৃপক্ষ কে দূর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *