দুর্ঘটনার বর্ণনাঃ
১১ কেভি লাইনে রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে। উপকেন্দ্র হতে ফিডার সাট-ডাউন চাওয়া হয়েছে। ফিডার ওপেন করে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে খুবই অল্প সময় প্রয়োজন হবে মনে করে সাট-ডাউন হয়েছে বলে কর্তব্যরত লাইনম্যান সাট-ডাউন ক্লিয়ারেন্স দিয়ে দেন। ক্লিয়ারেন্স পাওয়ার সাথে সাথেই কর্তব্যরত লাইনম্যান কাজ শুরু করে দেন। ফলে মারাত্বক দুর্ঘটনা ঘটে যায়। প্রকৃতপক্ষে সাব-ষ্টেশনের এসিআর বন্ধ করার পর ব্লেড কেটে দিতে কিছুটা সময় প্রয়োজন হয়েছে।
দুর্ঘটনার কারণঃ
সাট-ডাউন নিশ্চিত না হওয়া এবং অস্থায়ী গ্রাউন্ডিং না করা।
সম্ভাব্য সমাধান /করণীয়ঃ
সাট-ডাউনের ক্ষেত্রে এসিআর বন্ধ করে ব্লেড ওপেন করার পরে ক্লিয়ারেন্স দিলে এবং গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করা হলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না। কখনও অনুমান ভিত্তিক ক্লিয়ারেন্স দেয়া যাবে না।
