দুর্ঘটনার বর্ণনাঃ
২০০১ সালে লাইনম্যান একজন শিক্ষানবীশ লাইনম্যান যার চাকুরী বয়স মাত্র ৫ মাস, ঠিক সে সময়ে তার জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা । ভোর পাঁচটার সময় গ্রাহক প্রান্ত থেকে একটি অভিযোগ আসে যে আমার ঘর কারেন্ট হয়ে গেছে। এমতাবস্থায় উক্ত শিক্ষানবীশ লাইনম্যান ও একজন ল্যানম্যান গ্রেড-২ অভিযোগটি নিরসনের লক্ষে স্পটে যায়। তারা টেষ্টার দ্বারা টেষ্ট করে দেখেন ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছে, সংযোগটি ছিলো গ্রাহকের নিজস্ব ক্রয়কৃত তার দ্বারা ,যার ফলে তারের ইনসুলেশন নষ্ট হয়ে শর্ট সার্কিট হয়েছে;যা তারা বুঝতে পারে নি। ফিউজ কাট- আউটের তার উচ্চ মানের থাকায় ফিউজও পুড়েনি। ভেবেছিলেন এলটি লাইন থেকে নিউট্রাল তার লুজ থাকায় এমনটা হয়েছে। নিউট্রাল তার নতুন করে সংযোগ দিলে সমাধান হবে। কিন্তু ফেজ আউট না করে নিউট্রাল আউট করার পর নিউট্রাল তারে বিদ্যুতায়িত হয়। বিদ্যুৎ থাকায় উক্ত ল্যানম্যান তড়িতাহত হন।
দুর্ঘটনার কারণঃ
যথাসময়ে পরিদর্শন করাসহ রক্ষণাবেক্ষণ না করায় নিম্নমানের তার থাকায় শর্ট সার্কিট হয়।স্পটে গমনের পরে ঘটনার কারণ সঠিকভাবে নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কাজ করতে যাওয়া এবং তাদের অসাবধানতা ও অদক্ষতা।
সম্ভাব্য সমাধান ∕ করণীয়ঃ
যথাসময়ে পরিদর্শন করাসহ রক্ষণাবেক্ষণ করতে হবে।নিম্নমানের তার দিয়ে কখনও বিদ্যুত সংযোগ দেয়া যাবে না। অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করে সঠিক কারণ নিশ্চিত হয়ে এবং সবসময় বুঝে শুনে নিজের নিরাপত্তা নিশ্চিত হয়ে কাজ করতে হবে।
