দুর্ঘটনার বর্ণনাঃ
কোনো পবিসের একটি জোনাল অফিসের আওতায় বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ার অভিযোগ আসে। অভিযোগটি নিরসন করে লাইন চালু করতে গেলে পুনঃরায় একই স্পটে তার ছিঁড়ে গ্রাহকের টিনের ঘরের উপর পড়ে। ফলে ঘর বিদ্যুতায়িত হয়। জনৈক বাড়ির মালিক বিদ্যুতায়িত টিনের বেড়া ধরে বিদ্যুতায়িত হন।ঘটনা স্থলে জনরোষের সৃষ্টি হয় । সারাদিন লাইন চেক করে কোনো ত্রুটি পাওয়া যায় না। লাইনের সবগুলো ট্রান্সফর্মার চেক করার সিদ্ধান্ত হয়। অভিযোগকারীর বাড়ির পাশের ১০ কেভিএ ট্রান্সফর্মার চেক করে দেখা যায় যে, এর ফিউজ ব্যারেলের ভিতর নির্দিষ্ট মাত্রার ফিউজের পরিবর্তে কাটা ফিউজের নীচের মোটা অংশ দ্বারা লাগানো। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা হতে বেঁচে যান।
দুর্ঘটনার কারণঃ
ট্রান্সফর্মারের নির্দিষ্ট মাত্রার ফিউজের পরিবর্তে কাটা ফিউজের নীচের মোটা অংশ দ্বারা লাগানো থাকা। লাইন পরিদর্শন না করেই লাইন চালু করা।
সম্ভাব্য সমাধান ∕ করণীয়ঃ
ট্রান্সফর্মারের নির্দিষ্ট মাত্রার ফিউজ লিংক লাগাতে হবে। সঠিকভাবে লাইন পরিদর্শন ও অভিযোগের কারণ নির্ণয় করা।দায়িত্ব পালনে একনিষ্ট ও আন্তরিক হতে হবে।
