ঠিকাদারের লাইনম্যানের সমস্ত শরীর ঝলসে গেল । কেস স্টাডি নং ৩৩

lineman24.com

দুর্ঘটনার বর্ণনাঃ

ঠিকাদারের লাইনম্যান কতৃক এইচটি জাম্পার মেরামতকরণ কাজ। সাট-ডাউন দেয়ার সময় মোবাইল ফোন ব্যস্ত থাকায় স্পটে উপস্থিত জুনিয়র ইন্ঞ্জিয়ার মোবাইল ফোনে কথা বলা অবস্থায় জিজ্ঞেস করলেন যে সাট-ডাউন হয়েছে কিনা। মোবাইলে ব্যস্ত থাকা জুনিয়র ইন্ঞ্জিয়ার হাতের ইশারায় যেটি বুঝিয়েছে এতে তিনি মনে করেছেন সাট-ডাউন হয়েছে। হাতের ইশারাকে সঠিক ধরে , এইচটি জাম্পার যেটি কাটা ছিলো সেটা পুনরায় লাগানোর জন্য , ঠিকাদারের লাইনম্যান পোলে আরোহণ করেন। ষ্টীল পোলে আরোহণ করে প্রথমে লোড সাইডের জাম্পার ও পরে সোর্স সাইডের তারে হাত দিলে দুই হাত ও শরীর এইচটি জাম্পার হয়ে যায়। এতে ঠিকাদারের লাইনম্যানের সমস্ত শরীর ঝলসে যায়।

দুর্ঘটনার কারণঃ

নিয়মানুযায়ী সাট-ডাউন গ্রহণ না করা। গ্রাউন্ডিং সেট দ্বারা সোর্স সাইডে ও লোড সাইডে অস্থায়ী গ্রাউন্ডিং না করা।

সম্ভাব্য সমাধান ∕ করণীয়ঃ

স্পটে উপস্থিত সকলের সাথে আলোচনা করে সাট-ডাউন নিশ্চিত হয়ে এবং ফাজ্বিং টেস্ট ও অস্থায়ী গ্রাউন্ডিং করে লাইনে হাত দেওয়া উচিত। আর সাট-ডাউন যেহেতু টেলিফোনিকভাবে গ্রহণ করা হয়ে থাকে সে ক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনে কথা বলা ব্যক্তির সু-স্পষ্ট বক্তব্য না শুনে কখনো লাইনে হাত দেওয়া বা কাজ করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *