দুর্ঘটনার বর্ণনাঃ
ট্রান্সফরমারের ফিউজ কাটার অভিযোগ আসে। লাইনম্যান নীচ থেকে ফোল্ডিং হটষ্টিক দ্বারা সিঙ্গেল ফেজ এইচটি ডেড লাইনে স্থাপিত ১০ কেভিএ ট্রান্সফরমারের পুড়া ফিউজ পরিবর্তনের চেষ্টা করেন। এতে কাট-আউট (যা ত্রুটিযুক্ত ছিল) ভেঙ্গে ডি-৫ তার (এইচটি তার) এল ব্র্যাকেটের উপর পড়ে এবং গাইতারসহ শর্ট হয়ে যায়। প্রচন্ড ফ্রাশিং ও শব্দে লাইনম্যানদ্বয় চিৎকার করে এদিক-ওদিক দৌড় দেয়। দৌড়ানো অবস্থায় বিভিন্ন গাছ ও উঁচ- নিচ মাটির কারণে সাহায্যকারী দ্বিতীয় লাইনম্যান গাইতারে পড়ে যান। গাইতারের সাথে তিনি বিদ্যুতায়িত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণঃ
লাইন যথাযথভাবে সাট-ডাউন না নেয়া। লাইন চালুর পূর্বে লাইন পরিদর্শন করে ফল্ট না থাকার বিষয়টি নিশ্চিত না হয়ে লাইন চালু করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
যথাসময়ে লাইন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করে বিনষ্ট কাট-আউট পরিবর্তন করা। যন্ত্রপাতি পরিদর্শন পরীক্ষা করা। সাট-ডাউন গ্রহণ করা। বুট জুতা, ক্যাপ, ইউনিফর্ম পরিধান করলে দুর্ঘটনাটি হয়ত ঘটত না।
