গ্রাহকের বাড়ীতে সাইড কানেকশন থাকায় যা ঘটলো। কেস স্টাডি নং ০৫

Learning to get from A to B, one windy afternoon in the New Forest.

দুর্ঘটনার বর্ণনাঃ
কোন এক পবিসে জনৈক জুনিয়র ইঞ্জিনিয়ার এর উপস্থিতিতে লাইনম্যান সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকের সার্ভিস ড্রপ তার রিমুভ করতে যান। যথারীতি লাইনম্যান পোলে পোলে উঠে পোল থেকে সার্ভিস ড্রপ তার খুলে দেন। গ্রাহকের বাড়ীতে সাইড কানেকশন থাকায় সার্ভিস ড্রপ তার বিদ্যুতায়িত ছিল। বাড়ীর আঙ্গিনায় শিশুরা খেলাধুলা করছিল। খুলে দেয়া সার্ভিস ড্রপ তারটি শিশুদের উপর পড়লে একটি শিশু মারাত্নকভাবে তড়িতাহত হয়। এতে ঘটনাস্থলে জনরোষের সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণঃ
বাড়ীতে বিকল্প সোর্সের মাধমে বিদ্যুৎ আছে কি-না তা যাচাই বাছাই না করেই সার্ভিস ড্রপ তার অপসারণ।

সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
সংযোগ বিচ্ছিন্ন/ওয়্যারিংকৃত গ্রাহকের সার্ভিস ড্রপ তার, মিটার ইত্যাদি রিমুভ করার সময় বা মিটার স্থাপনের সময় বাড়িতে সাইড কানেকশন বা জেনারেটর আছে কি-না পরীক্ষা করে নিলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *