দুর্ঘটনার বর্ণনাঃ
ডিপোজিট ওয়ার্কের আওতায় এক পোল সম্প্রসারণ করে রাইচ মিলের ট্রান্সফরমার স্থাপনের কাজ। ঠিকাদারের কয়েক জন লাইনম্যান কাজটি করছিলেন। পোল স্থাপনের সময় লাইনম্যান ট্যাম্পিং বার দ্বারা সহযোগিতা করছিলেন। এসপিসি পোল দাঁড় করানোর এক পর্যায়ে পোলের ধাক্কায় ট্যাম্পিং বার ভেঙ্গে উক্ত লাইনম্যান পোলের নিচে পড়ে যান এবং সাথে সাথে ৪০ ফুট সাইজ এসপিসি পোল এর চাপা খেয়ে স্পটেই সে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার কারণঃ
অসাবধানতা ও অনিয়মতান্ত্রিকভাবে কাজ করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
সাবধানতা অবলম্বন করে নিয়মতান্ত্রিকভাবে পোল উত্তোলন করাসহ নিরাপদ দূরত্ব বজায় রাখলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না। নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে এবং কাজে দক্ষতা অর্জন করতে হবে।
