দুর্ঘটনার বর্ণনাঃ
বকেয়ার জন্য একই পোলে দু’টি মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরের দিন গ্রাহক বিল ও পাওনাদি পরিশোধ করলে ঐ লাইনটি আবার পুনঃ সংযোগ (আরসি) কনজুমার মিটার অর্ডার (সিএমও) হয় । জনৈক গ্রাহক বাসায় ছিলেন না। যখন লাইনম্যান পোলে পুনঃসংযোগ (আরসি) করতে উঠেন এবং বিচিছন্ন লাইনের ফেজ তারটি ধরেন আর তৎক্ষণাৎ তাকে মারাত্মক শক করে এবং তিনি পোল থেকে পড়ে যান। পরে গ্রাহক মারফত জানা যায় অন্য গ্রাহকের মিটারের লাইন হতে মেইন সুইচে সংযোগ করার কারণে সার্ভিস ড্রপ (এসডি) তারের ফেজে বিদ্যুৎ চলে আসে।
দুর্ঘটনার কারণঃ
বিচ্ছিন্নকৃত মিটারে গ্রাহক কর্তৃক অন্য মিটারের বিদ্যুৎ ব্যবহার করা এবং স্পটে গিয়ে ভালভাবে পরিদর্শন না করা। লাইনম্যানের অসাবধানতা।
সম্ভাব্য সমাধান/ করণীয়ঃ
পোলে কোন লাইন পুনঃসংযোগ করার ক্ষেত্রে গ্রাহক বাড়িতে আছেন কি-না এবং অন্য কোনো মিটার হতে সংযোগ নিয়েছে কি-না সেটা নিশ্চিত হয়ে পোলে পুনঃসংযোগ করতে হবে। এতে এ ধরণের দুর্ঘটনা হতে প্রতিকার পাওয়া যাবে।
