বিদ্যুৎ বিল দেখার নিয়ম কি?

বিদ্যুৎ বিল হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি ঠিকমত বিদ্যুৎ বিল পরিশোধ না করেন তাহলে আপনার বিদ্যুতের লাইন বন্ধ করে দিবে।তখন অনেক সমস্যার ফেস হতে হবে। এই বিদ্যুৎ বিল নিয়ে অনেক সময় নানান  জটিলতার সৃষ্টি হয়।যেমন : বিল দেওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের ভুল করে করে থাকে। তাই তখন বিদ্যুৎ বিল এর তথ্য ও বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত বিষয় চেক করার প্রয়োজন পড়ে।আরও বিভিন্ন কারণে বিল চেক করার প্রয়োজন হয়ে পড়ে । তাই অবশ্যই আমাদের বিদ্যুৎ বিল চেক করার নিয়ম জানতে হবে । যাতে করে খুব সহজেই বিল সংক্রান্ত জটিলতা আপনি নিজেই সমাধান করতে পারেন।

 অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

পল্লী বিদ্যুৎ অফিসের Website এ বিল সংক্রান্ত পরিপূর্ণ তথ্য নেই। তাই বিল চেক করার জন্য  আপনাকে তৃতীয় কোন মাধ্যম গ্রহণ করতে হবে। যেমন বিকাশ, নগদ বা রকেট। আরো কিছু মাধ্যম আছে যা নিচে আলোকপাত করা হলো।

বিদ্যুৎ বিল চেক করার ৩টি মাধ্যম রয়েছে 

  • সরাসরি আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিস থেকে  ।
  • আপনার বিলের কপিতে উল্লেখিত অভিযোগ করার নাম্বারে ফোন করে বিদ্যুৎ বিল  সম্পর্কে  জানতে পারবেন।
  •  পল্লী বিদ্যুৎ বিল Online এ চেক করতে পারবেন। অর্থাৎ বিকাশ , রকেট বা নগদ ইত্যাদির মাধ্যমে তা পারবেন ।

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বিকাশ এর মাধ্যমে দু’ভাবে দেখতে পারবেন। (১) সরাসরি অ্যাপস এর মাধ্যমে (২) *247# কোড ডায়াল এর মাধ্যমে ।  এখানে প্রত্যেকটি নিয়ম আলাদা করে বিস্তারিত আলোচনা করছি । আশাকরি মনোযোগ সহকারে বিষয়গুলি পড়বেন ।

বিকাশের অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল দেখার নিয়ম

অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে কিনা তা চেক করার নিয়ম হলো :

  • সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করবেন।
  • তারপর বিল নামক অপশনে ক্লিক করবেন।
  • এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করুন।
  • এরপর কিছু স্টেপ আসবে, প্রত্যেকটি স্টেপের ক্ষেত্রে পরবর্তী ক্লিক করবেন।
  • তারপর পল্লী বিদু্যৎ postpaid এটা সিলেক্ট করবেন ।
  • তারপর এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিবেন এবং বিলের প্রদত্ত মাস ঠিক আছে কিনা তা মিলিয়ে নিবেন।

এ কাজগুলো করার পর আপনার বিদ্যুৎ বিলের তথ্য দেখতে পাবেন। আর এভাবেই আপনি নিজেই বিদ্যুৎ বিল দেখুন খুব সহজে ।

কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন

কোডের মাধ্যমে বিল দেখার নিয়ম হলো :

  • আপনি আপনার মোবাইলে *২৪৭# নাম্বারটি ডায়াল করুন।
  • এরপর পে বিল অপশন ক্লিক করুন।
  • তারপর ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন।
  • তারপর Palli Bidyut নামক অপশনে ক্লিক করুন।
  • তারপর চেক বিল অপশনে ক্লিক করুন।
  • এরপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিন।

এভাবেই আপনার বিদ্যুৎ বিল দেখুন খুব সুন্দরভাবে ।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

আপনি খুব সহজে দুই ভাবে বিকাশের মাধ্যমে বিল দিতে পারবেন । (১) সরাসরি অ্যাপের মাধ্যমে (২) কোডের মাধ্যমে ।এখানে প্রত্যেকটি নিয়ম আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করা হলো ।

বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়ার নিয়ম:

অ্যাপের মাধ্যমে নিয়ম হলো :

  • সর্বপ্রথম আপনি বিকাশ এপে প্রবেশ করবেন।
  • তারপর বিল নামক অপশনে ক্লিক করবেন।
  • এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করুন।
  • তারপর কিছু স্টেপ আসবে প্রত্যেকটি স্টেপের ক্ষেত্রে পরবর্তী ক্লিক করবেন।
  • তারপর Palli bidyut postpaid লেখা সিলেক্ট করবেন ।
  • এরপর এসএমএস অ্যাকাউন্টটি দিন এবং বিলের মাস সঠিক আছে কিনা তা ভালোভাবে মিলিয়ে নিন।

এ কাজগুলো শেষে টাকা পরিশোধ করে দিবেন। এভাবে আপনি নিজে বিদ্যুৎ বিলটি অনলাইনের মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন।

কোডের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যম

কোড ডায়াল এর মাধ্যমে বিল পরিশোধ করার পদ্ধতি হলো :

  • আপনি আপনার মোবাইলে *২৪৭# নাম্বারটি ডায়াল করুন।
  • তারপর পে বিল অপশন ক্লিক করুন।
  • তারপর ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন।
  • তারপর palli Bidyut নামক অপশনে ক্লিক করুন।
  • তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন।
  • এরপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিন।

এ কাজগুলো শেষে আপনি টাকা পরিশোধ করে দিতে পারবেন।

এভাবে  খুব সহজেই অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আপনি যদি অন্যান্য পদ্ধতির মত নগদ এর মাধ্যমে মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ চান। এক্ষেত্রে বিল দেও্রয়ার নিয়ম হলো :

  • সর্বপ্রথম আপনাকে নগদ অ্যাপে ঢুকতে  হবে ।
  • এরপর বিল পে নামক অপশনটি ক্লিক করতে হবে।
  • তারপর বিলের প্রতিষ্ঠানের নাম ক্লিক করতে হবে।
  • তারপর আপনার একাউন্ট নাম্বার এবং আরো কয়েকটি তথ্য লিখতে হবে।
  • এরপর আপনার বিলের পরিমাণ লিখতে হবে।
  • তারপর আপনি আপনার বিলটি পরিশোধ করে দিতে পারবেন।

মোবাইলের মাধ্যমে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম - anyupay.com

 

এ পদ্ধতিতে খুব সহজেই আপনি আপনার বিলটি নগদের অ্যাপস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।পরিশেষে : উপরে অনলাইনে বিদ্যুৎ বিল চেক ও  দেখার নিয়ম সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হলো আশাকরি আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ভালো লেগেছে ।

1 thought on “বিদ্যুৎ বিল দেখার নিয়ম কি?”

  1. Pingback: ফ্রিজের বিদ্যুৎ বিল কমানোর উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *