দুর্ঘটনার বর্ণনাঃ
জনৈক লাইনম্যান পিডিবি হতে টেকেনওভার লাইন ক্রটি হওয়ায় চেক করার সময় ২০০ কেভিএ ট্রান্সফরমারে ত্রুটি খুঁজে পান। তিনি ট্রান্সফরমার টেস্ট (ইনসুলেশন টেস্ট) না করে এবং সেফটি ক্যাপ ও গ্লোভস ছাড়াই ট্রান্সফরমারটি চালুর চেষ্টা করেন। চালুর সময় ট্রান্সফরমারটির অভ্যন্তরীণ ক্রটির কারণে বিরাট ফ্লাশিং হয়। এতে তার মুখমন্ডল ও হাত ঝলসে যায়।
দুর্ঘটনার কারণঃ
লাইন সাট ডাউন না নেয়া, ট্রান্সফরমারটি পরীক্ষা না করা এবং উপরে থাকা অবস্থায় ট্রান্সফরমারটি চালু করা।
সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ
লাইন সাট ডাউন নিয়ে ট্রান্সফরমার ত্রুটি পরীক্ষা করার পর নীচে নেমে লাইন চালু বা বিদ্যুতায়িত করলে বর্ণিত দুর্ঘটনা ঘটত না। সেফটি ক্যাপ ও গ্লোভসসহ সঠিক ড্রেস ব্যবহার করলে শারীরিক ক্ষতি হত না।
