সাট-ডাউন না নিয়েই কাজ শুরু করলেন,অতঃপর মৃত্যু হল । কেস স্টাডি নং ১১

দুর্ঘটনার বর্ণনাঃ

কোন উপকেন্দ্রের ২টি ১১ কেভি ফিডারের ডাবল সার্কিট লাইন চলমান। একটি ১১ কেভি ফিডারের ট্যাপ লাইনের সেকশন ফিউজ পুড়ে যায়। কাজের জন্য উক্ত ফিডারটির সাট-ডাউন প্রয়োজন হয়। সাহায্যকারী লাইনম্যান পোল /স্পট থেকে একটু দুরে গিয়ে সাট-ডাউনের জন্য উপকেন্দ্রে ডিউটিরত লাইনম্যানের সাথে কথা বলেন। কারিগরী কারণে সাট-ডাউন দিতে একটু বিলম্ব হয়। এরই মধ্যে সাট-ডাউন হয়েছে ভেবে লাইনম্যান গ্রেড-২ (প্রথমজন) পোলে উঠে সেকশন ফিউজ লাগানোর চেষ্টা করেন। সাথে সাথে বিদ্যুতায়িত ফিডার দ্বারা কর্তব্যরত লাইনম্যান মারাত্নকভাবে তড়িতাহত হন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার কারণঃ

সঠিকভাবে সাটডাউন নেয়াসহ অন্যান্য সতর্কতা অবলম্বন না করে কাজ করা।

সম্ভাব্য সমাধান ∕করণীয়ঃ

ফিডার সাট-ডাউন নিশ্চিত হয়ে গ্রাউন্ডিং সেট ব্যবহার করে অস্থায়ী গ্রাউন্ডিং করে কাজ করতে হবে। সাহায্যকারী লাইনম্যান সাথে থেকে সহযোগিতা করতে হবে। কখনও স্পট থেকে দুরে সরে যাওয়া যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *